অসহায়দের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন মুমিনুল

0
452

মহামারি করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারে চাহিদা বেড়েছে অক্সিজেনের। কিন্তু জেলায় অনেকের অক্সিজেন কেনার সামর্থ্য নেই। আর এ সংকট মোকাবিলায় কক্সবাজার জেলায় গঠন করা হয় ‘অক্সিজেন ব্যাংক’ নামে সেবামূলক প্রতিষ্ঠান।

রোববার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারে অসহায় মানুষের জন্য দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এ সময় পর্যায়ক্রমে আরও কয়েকটি সিলিন্ডার সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

মুমিনুল হক বলেন, সারাদেশ এখন করোনায় বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো। তাদের চিকিৎসা নিতে যেমন দুর্ভোগ চলছে তারচেয়ে বেশি অর্থ সংকটে। অনেকেই অক্সিজেন ব্যাংকের উদ্যোগটা প্রশংসা করছেন। তাই এ ব্যাংকে আপতত দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছি। পর্যায়ক্রমে আরও দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here