গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: আসিফ নজরুলকে হয়রানি, জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কত দ্রুত হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর।’
প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন উল্লেখ না করে উপদেষ্টা আরও বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন ‘দ্রুত ঐকমত্য’ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’