৩ দিনের রিমান্ডে সাবেক সচিব আমজাদ

0
72
Newshunter24, Former Secretary Amjad, remand, court,

অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুমন মিয়া। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন: জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

প্রসঙ্গত, ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানার ১১নম্বর সেক্টরের ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের বাসায় অভিযান চালিয়ে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ৬টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিঙ্গিত, একটি ৫০ সৌদি রিয়াল, ৬টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার দিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here