র্দীঘ ২৭ দিন পর মহামারি করোনামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১১ এপ্রিল তার করোনা শনাক্ত হয়।
খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, তিন বার খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। এবার তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে। বিএনপি চেয়ারপারসনের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার ও তার বাসভবনের ৮ জন স্টাফের করোনা শনাক্ত হয়। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এনএইচ২৪/জেএস/২০২১