১৮ মাসের নাতনির সামনে মেয়েকে খুন করল মা!

0
1121

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত নওরোজ আফরিন প্রিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার মা তাহমিনা সুলতানা রুমি।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, মায়ের সহযোগিতায় তার পরকীয়া প্রেমিক আব্দুল হান্নান ও আরও ২ জন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলা তদন্তে স্থানীয় উপস্থিত সাক্ষী ও বাদিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় মা তাহমিনা সুলতানা রুমি মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

এর আগে মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় মা নিজেই বাদি হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় শাহরাস্তির নিজ বাসার শয়ন কক্ষ থেকে নওরোজ আফরিন প্রিয়ার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লায় তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে এসেছিল।

মা সুলতানার প্রেমিক হান্নানের বাড়ি তাদের বাড়ির পাশেই। প্রিয়ার বাবা ইসমাইল হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে গত ছয় বছর আগে প্রিয়ার মায়ের সঙ্গে হান্নানের পরকীয়ার সম্পর্ক হয়। পরিবার ও এলাকার মানুষ বিষয়টি জানতে পারলে এ বিষয়ে একটি মামলাও করা হয়।

পরে স্থানীয়ভাবে বেশ কয়েকটি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রেমিক হান্নান বিদেশে পাড়ি জমান। গত এক মাস আগে হান্নান আবার দেশে ফিরে আসেন। মেয়ে পরকীয়ায় লিপ্ত না হওয়ার জন্য প্রায়ই মাকে বাধা দিতো। ফলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here