১৫ জুলাই খুলনা সিটিতে বসছে পশুর হাট

0
641

করোনা পরিস্থিতিতে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনার জোড়াগেট বাজার চত্বরে আগামী ১৫ জুলাই বসছে কোরবানির পশুর হাট যা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

খুলনা সিটি করপোরেশনের পশুর হাট কমিটির আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন সোমবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এছাড়া (www.Kcchaat.com) অনলাইনের মাধ্যমেও পশু ক্রয়-বিক্রয় করা যাবে।

এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here