হবিগঞ্জে গাঁজা পাচারকালে গ্রেপ্তার ৪

0
687

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর নামক স্থান থেকে শনিবার (১৭ জুলাই) গাঁজা পাচারকালে তিন বোনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তার হলেন- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন, সাফিয়া খাতুন ও পুতুল বেগম এবং চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শনিবার সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here