সৎ ও সাহসী পরীমণির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানালেন তসলিমা নাসরিন

0
1379
taslima nasrin, pori moni

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত (৯ জুন) এই নায়িকাকে নিয়ে বোট ক্লাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চলছে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে সাড়া জাগানো এই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন।

নিজের ফেসবুক পোস্টে পরীমণির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ফেসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই এক একেকটা মাইলফলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here