চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা ব্যাটারি কলোনি এলাকার জমিদার পারভেজের বাড়িতে শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাদকাসক্ত এক যুবক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করেছেন।
আহতরা হলেন -সৈয়দা আক্তার ও তার মা হোসনে আরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও এলাকা থেকে মাদকাসক্ত যুবকের কোপে আহত অবস্থায় তার স্ত্রী ও শাশুড়িকে হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা। পরে স্ত্রীকে হাসপাতালের২৮ নম্বর ও শাশুড়িকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় ।