সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের একটি বিমানঘাঁটি ও জিজান প্রদেশের তেল শোধনাগার আরামকোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আরামকো তেল শোধনাগার এবং সকাল ৯টার দিকে কিং খালিদ বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।
তবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি আরব এখনও কিছু জানায়নি।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি দাবি করেছেন, শুক্রবার ভোরে কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এ হামলার কয়েক ঘণ্টা পর সকাল ৯টার দিকে জিজান প্রদেশের আরামকো তেল শোধনাগারে সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, ‘সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।’ তিনি এ হামলার বিস্তারিত তুলে ধরে একটি টুইট বার্তাও পোস্ট করেছেন।
এনএইচ২৪/জেএস/২০২১