নীলফামারী সৈয়দপুরে করোনা ভাইরাস এর বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে ব্যবসায়ী পথচারীসহ ৩৮ জনের দন্ডাদেশ দেওয়া হয়েছে ।
শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদের মধ্যে ২০ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ১৮ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, স্বাস্থ্যবিধি ছাড়াই অকারনে অনেকেই বাইরে বের হচ্ছেন। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী তাঁদের দোকান খুলে রাখছেন। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত কররতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।