কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫৭৬ রোহিঙ্গা পরিবারকে ত্রাণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী।
সেনাবাহিনী জানায়, ২২ মার্চ বালুখালী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গা নিহত হয়। এছাড়াও পুড়ে যায় ১০ হাজার ঘরবাড়ি। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত উখিয়া, বালুখালী ও পালংখালীর দায়িত্বরত সেনাবাহিনী ত্রাণ, তাবু ও চিকিৎসা দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৫৭৬ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি দেওয়া হয়।
এনএইচ২৪/জেএস/২০২১