মহামারি করোনার সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। এ সময় সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস চলবে। তবে নিজ ব্যবস্থাপনায় যাতায়ত ব্যবস্থা করতে হবে। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।