মহামারি করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪ জন। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। প্রাণ হারিয়েছে আরও ১০৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ১৪ হাজার ২৭৬ জন।
সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।
উল্লিখিত সময়ে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৭১ শতাংশ। সুস্থতার হার ৯০.৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।