সাতক্ষীরায় করোনা গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

0
1516

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ।

তিনি আরও জানান, এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here