মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ নিয়ে জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৯৬ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ১০ জন। এ সময় ৩৮২ নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২.৫১ শতাংশ।