সাতক্ষীরায় ‘দানা’র প্রভাবে বৃষ্টি শুরু

0
92
Newshunter24, satkhira, river, rain, meteorological department, cyclone, hail,

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরা উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার মানুষরা।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন গণমাধ্যমকে জানান, বুধবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এর নাম দেওয়া হয়েছে ‘দানা’। উপকূলীয় অঞ্চলে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আর এর প্রভাবে সাতক্ষীরা উপকূলের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, পাউবো-১ এর আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বড় ধরনের দুর্যোগ না এলে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here