সাকিবকে নিয়ে নতুন গুঞ্জনে মুখর দেশ

0
1574

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ খেলা নিয়ে চলছে নানা ধরনের সংশয়। সবচেয়ে বড় সংশয় অলরাউন্ডার সাকিব আল হাসনকে নিয়ে। আদৌ কি ঢাকা লিগ খেলবেন?

নাকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ খেলবেন? পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেললে সাকিব বাংলাদেশি মুদ্রায় অন্তত দেড় কোটি টাকা পেতেন।

তবে শেষ পর্যন্ত অবশ্য সাকিব টাকার চিন্তা না করে ঢাকা লিগই বেছে নিয়েছেন এবং মোহামেডানের হয়ে খেলছেন। নেতৃত্বও দিচ্ছেন। নিজের নামের প্রতি হয়তো সুবিচার করতে পারেননি।

তারপরও সাকিবের নেতৃত্বে অনেকদিন পর প্রথম তিন ম্যাচ জিতে তৃতীয় রাউন্ড পর্যন্ত যৌথভাবে শীর্ষে ছিল মোহামেডান। তারপর অবশ্য শেখ জামাল আর প্রাইম দোলেশ্বরের কাছে টানা দুই ম্যাচ হেরে গেছে সাদা-কালোরা।

বৃষ্টি বড় ধরনের বাধা হয়ে না দাঁড়ালে আগামী ১৭ জুন শেষ হয়ে যাবে প্রিমিয়ার ক্রিকেটের প্রথম লিগ।

কিন্তু বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়া ও শেরে বাংলায় গুঞ্জন উঠেছে, সাকিব পুরো লিগ খেলবেন না। যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে চলে যাবেন। ১৫ জুনই ঢাকা ছাড়বেন সাকিব।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here