সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

0
288
Newshunter24,, Indian Rupee, RBI, State Bank, Market Rate,

ভালো যাচ্ছে না ভারতীয় অর্থনীতি। অগ্রীম তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশ বৃদ্ধির আভাস থাকলেও এই প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ হারে; যা গত ১৮ মাসে সর্বনিম্ন। এই প্রভাব পড়েছে রুপির দামেও।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৭৫ রুপিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল।

রুপির দরপতন আরও বেশি হতো বলে অনেকেই আশঙ্কা করেছেন। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে।

আরও পড়ুন: আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে। ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর থামামে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই।

রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের, সবকিছুই প্রভাবিত হচ্ছে। রুপির এমন অস্বাভাবিক দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here