সংগীতশিল্পী বর্ণ আর নেই

0
1073

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। শনিবার (১৭ জুলাই) নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।

সংগীতশিল্পী ফাহমিদা নবী এসব তথ‌্য নিশ্চিত করে জানান, ৭ দিনের বেশি সময় ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বর্ণ চক্রর্তীকে। ‘লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর শনিবার রাত ১০টা ৪১ মিনিটে মারা যান।’

তরুণ এই সংগীত পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীতভুবনের কেউই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না। ফেসবুকে ছবি ও স্ট‌্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here