শ্বাসকষ্ট নিয়ে রোববার (২৭ জুন) রাতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন কলকাতার গুণী সংগীতশিল্পী কবীর সুমন। (হিন্দুস্তান টাইমস)।
জানা যায়, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে আসার পরও তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এখনো তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
তার করোনা পরীক্ষাও করানো হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। সোমবার (২৮ জুন) তার বুকের এক্স-রে, ও রক্তপরীক্ষা করা হবে।
আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা অনুভব করছিলেন। রোববার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় এই সংগীতশিল্পীর। এরপর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।