শিল্পী চিতাতার প্রেমে পড়ে গাইলেন হিরো আলম

0
1334

সম্প্রতি খবরের শিরোনাম যার দখলে সে হচ্ছে হিরো আলম। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার অবাধ বিচরণ।

এবার তার নতুন খবর, ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার প্রেমে মত্ত হয়ে কণ্ঠে তুলেছেন ইন্দোনেশিয়ান গান ‘আকু মা অ্যাপা আতুহ’।

শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আলম।

এই গানটি নিয়ে হিরো আলম বলেন, ‘ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতাকে আমার ভালো লাগে। বলতে পারেন প্রেমে পড়ে গেছি। যে কারণে তার গান গেয়েছি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here