শিল্পা শেঠি ছাড়া করোনায় আক্রান্ত তার পুরো পরিবার

0
1221

মহামারি করোনার দ্বিতীয় দফায় ভারতে প্রকট আকার ধারণ করেছে। এতে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় এবার করোনাভাইরাস হানা দিয়েছে বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির পরিবারে।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে শিল্পা লিখেছেন, ‘গত ১০ দিন ধরে পরিবারের সবাই এক কঠিন পরিস্থিতি পার করছি। আমার শ্বশুর-শাশুড়ি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর শিল্পার মেয়ে শামিশা, ছেলে ভিয়ান, স্বামী রাজ কুন্দ্রা ও আমার মা কোভিড পজিটিভ হয়েছেন।

তারা আইসোলেশনে আছে ও চিকিৎসকের নির্দেশ ও সকল নিয়ম মেনে চলছে। বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত। তবে সৃষ্টিকর্তার দয়ায় সবাই সুস্থ হওয়ার পথে।’

তিনি আরও লিখেছেন, ‘আমার টেস্টের ফল নেগেটিভ এসেছে। সকল নিয়ম কানুন মেনে চলা হচ্ছে। দ্রুত সাড়া ও সাহায্যের জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) ধন্যবাদ।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here