শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

0
1327

ভারতের ব্যবসায়ীদের শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি। সকাল থেকে দুপুর পর্যন্ত রপ্তানি বন্ধ রাখলেও ভারতীয় ব্যবসায়ীরা বৈঠক শেষে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু করে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম চালু হয়।

উল্লেখ, ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গেলো ৬ই মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ঘোষনা দেয় তারা।

তবে চিঠিতে তাদের দেওয়া ৪টি র্শত বাংলাদেশের ব্যবসায়ীরা মেনে নেওয়ায় বেশ কয়েক ঘন্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো সকল কার্যক্রম চালু হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here