লাইভ শোয়ে কপালে বসানো ২০০ কোটির হীরা ছিনিয়ে নিলো ফ্যানেরাই

0
431

সম্প্রতি আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট কপালে প্রায় ২০০ কোটি টাকার গোলাপি রঙের হীরা বসিয়েছিলেন! একটি লাইভ শো করার সময় তার কপাল কেটে সেই হীরা ছিনিয়ে নিয়েছেন ফ্যানেরাই। এ ঘটনায় রক্তাক্ত হয়েছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, শখ করে কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে প্রায় ২০০ কোটি টাকা দামের গোলাপি রঙের হীরা বসিয়েছিলেন আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট। তার এই শখের জন্য সংবাদের শিরোনামেও এসেছেন। কিন্তু এবার সেই হীরা তার কপাল কেটে ছিনিয়ে নিয়েছেন ফ্যানেরা!

আনন্দবাজার আরও জানিয়েছে, সম্প্রতি মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন তখনই তাকে ঘিরে ধরেন ভক্তরা। তাদের মধ্য থেকেই কেউ এই হীরা চুরি করে নিয়েছেন বলে অভিযোগ লিলের। এই মহামূল্যবান হীরা কেউ যাতে চুরি করতে না পারে, সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি।

লিল বলেন, ২০১৭ সালে এই হীরাটি আমি দেখতে পাই। তারপর থেকেই হীরাটি কেনার সিদ্ধান্ত নিই। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সেটি গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে নিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here