করোনার উচ্চ সংক্রমন ঠেকাতে লক্ষ্মীপুরে লকডাউনের ৪র্থ দিনে পন্যবাহি যান ছাড়া কোনো যানবাহন চলছে না। তবে মাঝে মাঝে ব্যাটারী চালিত রিক্সা বা মটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তাতেও বাধা দিচ্ছে পুলিশ।
মাঝে মধ্যে জরুরী পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালত মাঠে তৎপর রয়েছে।
এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, ৩০ শয্যার করোনা হাসপাতালে ৩টি আইসিইউ বেড ও পযার্প্ত অক্সিজেনের ব্যবস্তা রয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩৪৮ জনের। সুস্ত্য আছে ৩০৫৮ জন।