লকডাউনের প্রথমদিনের পঞ্চগড়

0
1177

মহামারি করোনার সংক্রমণ রোধে সারাদেশে চলছে সীমিত পরিসরের লকডাউন। এরই ধারাবাহিকতায় দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ৩ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত তিন দিনের বিধি-নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। রোববার রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলায় পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতিত সকল গণপরিবহণ বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিংমল সহসকল ধরনের বিনোদন কেন্দ্র। আর হোটেল, রেস্তরাঁ ও খাবার দোকানগুলোতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু বিক্রি করা যাবে।

জেলা প্রশাসক জানান, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here