মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীরতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে নেমেছে জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের রাস্তাঘাট অনেকটা যানবাহন শূন্য। গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে সেনাবাহিনী।
চট্টগ্রাম জেলা প্রশাসন মোমিনর রহমান সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কঠোর লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহর জুড়ে দায়িত্ব পালন করছেন।
এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনীর ৭টি টহল টিম এবং দুটি চেক পোস্ট লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকবে।