লকডাউনের চতুর্থ দিনে সিলেটে রাস্তায় বেড়েছে যানবাহন

0
1247

মহামারি করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া লকডাউনের ৪র্থ দিন রোববার (৪ জুলাই) সিলেটের রাস্তা-ঘাটে যানবাহন ও জনসাধারণের চলাচল কিছুটা বেড়েছে। তবে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও টহলে রয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন তারা।

নগরে সচেতনতা বাড়াতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি কর্পোরেশন। দুপুরে নগরের মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে অভিযানে বের হন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।

সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, কঠোর লকডাউন বাস্তবায়নে শুরু থেকে সিলেট নগর ও জেলার সবকটি উপজেলায় ৩৩টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এসব টিম লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, মামলা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here