লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা

0
1201

মহামারি করোনার কারনে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউন আরোপ করা হচ্ছে। এ অবস্থায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনার সংক্রমণ আবার বাড়ছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here