লকডাউনে জরিমানার কবলে বিয়ের আয়োজন, খাবার গেল এতিমখানায়

0
1513

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া এলাকায় বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বলেন, বুধবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকার শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন ফাহিম। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির মালিক শহিদুল ইসলামকে দশ হাজার ও মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে টঙ্গীর এরশাদ নগর এলাকার একটি এতিমখানায় বিয়ের অনুষ্ঠানের সকল খাবার এতিম শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here