লকডাউন আবহে পালিত নজরুল জন্মজয়ন্তী

0
1350

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর, বাংগরা

লকডাউন আবহে পালিত হল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। কবির ১২২-তম জন্মদিবস ছিল।বিদ্রোহী এই কবির স্মৃতিবিজড়িত কবিতীর্থ দৌলতপুর এক সাদামাঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুরানগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস ও উপজেলা চেয়ারম্যান জনাব আহসানুল সরকার আলম কিশোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুরে কবির স্মৃতি বিজড়িত খাঁ বাড়ীর আমতলায় কবি প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্প অর্পণ করেন।

এসময় উপজেলা নির্বাহি অফিসার সাংবাদিকদের জানান কবি জন্মদিনের সময়ে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান ও কবিতীর্থ দৌলতপুরে নজরুল মেলা আয়োজিত হয়। এবার করোনা পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না।পাশাপাশি উপজেলা প্রশাসন পক্ষ থেকে যে পুরস্কারগুলি দেওয়া হয়, তা এবছর স্থগিত রাখা হয়েছে।

উপজেলার চেয়ারম্যান জনাব হাসানুল আলম সরকার কিশোর জানান দৌলতপুরে কবির স্মৃতি সমূহ সংরক্ষণ এর জন্য একটি মুড়াল স্হাপনের বিষয়ে আলোচনা চলছে আগামী জন্মজয়ন্তী আসার পূর্বে এটি স্থাপন করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here