মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০জনের মৃত্যু হয়েছে ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ডাঃ সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন।
উপপরিচালক আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও নওগাঁর ৪জন ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের ১জন মারা গেছেন।
অপরদিকে রাজশাহীর ৩জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও নাটোর ৩জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১জন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে, তার বাড়ি রাজশাহী জেলায় ।