রামেক হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ মৃত্যু

0
757

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার (১৭ জুলাই) নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া ১৬ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। ৬জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর ২ জন শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার ১ জন রোগী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে ১৭ দিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫২৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here