মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎস্ধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বুধবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ছিলো। আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ২১ দিনে ৩৫৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।