রাজধানীর চকবাজার এলাকায় বুধবার (৩০ জুন) রাত ১টায় ট্রান্সফর্মার বিস্ফোরণে মারুফ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।