রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন ৮ হাত-পা বিশিষ্ট শিশু

0
1317

দিনাজপুরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে শুক্রবার (৪ জুন) ভোরে স্বাভাবিকভাবে আট হাত-পা নিয়ে জন্ম নেয় এক শিশু। সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ জুন) সন্ধ্যার পর শিশুটির বাবা গোলাম রাব্বানী সংবাদমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ভোরে স্বাভাবিকভাবে জন্ম নেয় শিশুটি। সে অন্যদের চেয়ে একটু আলাদা। উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। আগামীকাল সব রিপোর্ট পাব। এখন পর্যন্ত আমার ছেলেটি ভাল আছে। সে মায়ের বুকের দুধ খাচ্ছে।’

গোলাম রাব্বানী আরও বলেন, ‘আমার ৬ বছরের একটি মেয়ে আছে। সে সুস্থ-স্বাভাবিক। আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছেন। তার চারটি হাত এবং চারটি পা। তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সন্তানের চিকিৎসার জন্য সরকারের নিকট সাহায্য চাচ্ছি।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘বিষয়টি শুনেছি। শিশুটির বাবা-মা আমাদের কাছে এলে তাদের যথা সম্ভব সহযোগিতা করা হবে। শিশুটির মঙ্গল কামনা করছি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here