যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রস্পেক্ট পার্ক সিটি হলের সামনে বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কারের চাপায় লিপন আহমেদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত লিপন মৌলভীবাজারের কুলাউড়ার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী জনাব লনু মিয়া তালুকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন আমেরিকায় অবস্থানরত তার স্বজন রুমেল মুজাহিদ।
জানা যায়, বৃহস্পতিবার বাইসাইকেলে করে বাজার নিয়ে আসার সময় নিউজার্সি প্রস্পেক্ট পার্ক সিটির সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার লিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।