যুক্তরাজ্যে কেন্ট ভ্যারিয়েন্ট ও ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার শনাক্ত হয়েছে লাম্বডা ভ্যারিয়েন্ট। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানিয়েছে।
পিএইচই এর তথ্য মতে, যে ছয় জনের মধ্যে লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তারা সবাই বিদেশ ভ্রমণ করেছিলেন। এদের মধ্যে ৪ জনের লন্ডনের, ১ জন ইংল্যান্ডের এবং ১ জন ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা।
সংস্থাটি আরও জানিয়েছে, লাম্বডা ভ্যারিয়েন্ট গুরুতর অসুস্থতা ঘটাতে পারে বলে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া করোনার টিকার কার্যকারিতা এটি হ্রাস করতে পারে বলে কোনো প্রমাণও পাওয়া যায়নি।