যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
315
road accident

যশোরে আরবপুর দীঘিরপাড় এলাকায় রোববার (১৮ জুলাই) সকালে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬জন। নিহতরা হলেন- আব্দুল আলিম এবং জহুরুল ইসলাম। আহতদের মধ্যে ২ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত ও আহতদের স্বজনরা জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে চেপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোরের সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here