যশোরে গত ২৪ ঘন্টায় আরও ২৭৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

0
378

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় যশোরে আরও পাঁচজন মারা গেছেন। শনাক্ত হয়েছে ২৭৯ জনের।

জেলার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে এক হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১১৮ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৮৯ জন এবং ইয়েলো জোনে ২৯ জন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here