মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

0
112
Newshunter24, Mexico, Journalist, Latin America, Shooting, Assassination,

গত ২৪ ঘণ্টার মধ্যে মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমায় দুটি পৃথক স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রথমে মোরিসিও ক্রুজ সোলিস নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। সোলিস একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন।

এর ২৪ ঘণ্টার মধ্যে প্যাট্রিসিয়া রামিরেজ গনজালেজ নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা হয়। প্রাট্রিসিয়া একটি পত্রিকার বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: মারা গেছেন অভিনেতা মাসুদ আলী খান

ক্লডিয়া শিনবাউম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিক হত্যার ঘটনা এটাই প্রথম। চলতি মাসের শুরুতেই দেশটির প্রেসিডেন্ট পদে বসেন শিনবাউম। তিনি সহিংসতা ও অপরাধ দমনের কথা বলে নির্বাচনে জয়ী হয়েছিলেন।

পরপর দুই সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ভয়, শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক হত্যার ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here