২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফুটবলার রোক্কো। মৃত রোক্কোর স্মরণে তিন বছর পর আয়োজন করা হয়েছিল একটি ফুটবল ম্যাচের।
আর সেই ম্যাচে খেলতে গিয়ে তার আরেক ভাই জিউসেপ্টে পেরিনো ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন।
বুধবার ইতালির নেপলসে এমন ঘটনা ঘটে। ইতালির ২য় সারির ফুটবল ক্লাবে খেলেন পেরিনো। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন।
ইবোলিতানা এখন সিরি আ বি লিগে খেলছে। পেরিনো পার্মা ঘুরে এখন ভিগর লামেজিয়া ক্লাবে খেলছেন।
ম্যাচ চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসরা মাঠে ঢুকে ট্রিটমেন্ট শুরু করলেও তার আগেই না ফেরার দেশে চলে যান তিনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১