মালয়েশিয়ায় ভাতের হোম ডেলিভারি দিতে হেলিকপ্টার

0
806

মহামারি করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ার চলমান লকডাউনে খাবারের হোম ডেলিভারি সেবা জনপ্রিয় হয়ে উঠেছে।

করোনা সংক্রমণের কারণে মালয়েশিয়ায় লকডাউন চলছে। এই সময়ে বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে। রোববার ইপোহ শহর থেকে ৩৬ জনের খাবার নিয়ে ১৮০ কিলোমিটার দূরে কুয়ালালামপুরে ফিরেছে একটি হেলিকপ্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি ক্ষেতে অবতরণ করেছে। পরে ইপোহ শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে ‘নাসি গাঞ্জা’র প্যাকেট সংগ্রহ করে এতে ওঠানো হয়।

মাছ, মাংস, সবজি ও কারি সসের মিশ্রনে এই ভাতের এই আইটেমটি মালয়েশিয়ায় ‘নাসি গাঞ্জা’ নামে পরিচিত। নামের সঙ্গে গাঞ্জা থাকলেও এতে অবশ্য নেশাজাতীয় কোনো বস্তুর মিশ্রণ নেই। সুস্বাদুর কারণে এটি বেশ জনপ্রিয় মালয়েশিয়ায়।

পুলিশ জানিয়েছে, লাল রঙের হেলিকপ্টারটিকে রাজধানীর বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল শুধু রক্ষণাবেক্ষণের জন্য। খাদ্য সংগ্রহের বা সরবরাহের কোনো অনুমতি এর ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here