না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়ার মা তাহমিনা খাতুন। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীতে বড় ছেলের বাসায় ছিলেন তাহমিনা খাতুন। সেখানেই মারা যান তিনি। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও কিডনি রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যু সংবাদ জানার পর গতকালই নোয়াখালী গিয়েছেন এই অভিনেতা।