মান্দায় ট্রাক এবং মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

0
1350

নওগাঁর মান্দায় সিমেন্টবাহী ট্রাক এবং আম বহনকারী একটি মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত এবং ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত (৩ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত দোকানদারের ছেলে খলিলুর রহমান এবং কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে (মান্দার গনেশপুর ইউনিয়নের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায়) সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আম বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায় নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here