মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

0
1080

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১ জুন) রাতে শিবগঞ্জ পৌর এলাকা থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসাটি আবাসিক। সেখানে ১১-১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকতো। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করতো।

হলরুমের পাশে স্বপরিবারে বসবাস করেন আবদুর রহমান মিন্টু। রোববার (৩০ মে) রাতে ছাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে তারা এসে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।

মঙ্গলবার (১ জুন) বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে মাও. আবদুর রহমান মিন্টুকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।

ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here