মাতৃত্বকালীন ছুটি পেলেন পাকিস্তানের জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ

0
1301

সম্প্রতি নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটির সুবিধা যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর প্রথমবারের মতো পাকিস্তানের মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন দেশটির জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ।

জানা গেছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় বিসমাহ প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন। এছাড়া চুক্তিতে থাকা সব স্বাস্থ্যসেবাও তিনি পাবেন। কারণ পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিনি।

এদিকে এক টুইট বার্তায় বিসমাহ মারুফ লেখেন, আমি আনন্দিত হয়ে ঘোষণা করছি যে, আমি মাতৃত্বের কারণে আমার জীবনের একটি নতুন অধ্যায় প্রবেশ করছি। যার কারণে আমি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছি। পাকিস্তান মহিলা দলের জন্য সবসময়ই আমার শুভকামনা রইলো। সেই সাথে সবাইকে প্রার্থনা এবং সমর্থনের জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here