মা হতে চলেছেন জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার

0
294
newshunter24, Amber Heard, Johnny Depp,

মা হতে চলছেন পাইরেটস অফ ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এই সন্তানের বাবার পরিচয় সামনে আনেননি ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি অ্যাম্বারের এক মুখপাত্র অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন। এ বিষয়ে সেই মুখপাত্র পিপলস ম্যাগাজিনকে বলেন, ‘গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।’

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ভালোবেসে জনি ডেপের সঙ্গে ঘর বেঁধেছিলেন অ্যাম্বার হার্ড। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো ছিল না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে স্পেনে চলে আসেন অ্যাম্বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here