মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু!

0
698

মৃত্যু সবার জন্যই একটি চিরন্তর সত্য। তবে সেই মৃত্যু যদি হয় স্রষ্টার ইবাদতের সময় তাহলে তো এর চেয়ে সুখকর আর কিছুই হতে পারে না।

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী নামের এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এই ঘটনা ঘটে।

মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতি জুমার ন্যায় শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

প্রথমে চার রাকাত সুন্নাত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here